সুফিয়ান আহমদ চৌধুরী-এর ছড়া ‘আসছে শীত’
  প্রকাশিত হয়েছে    |  ০৭:৩৪, নভেম্বর ০৯, ২০২০
                               
                                        
                                        www.adarshabarta.com
    
                                    
                                        
                                    আসছে শীত
সুফিয়ান আহমদ চৌধুরী
আসছে  শীত নাড়ছে কড়া
আসছে শীত বুঝি
শীতের জামা জড়িয়ে গায়ে
গরম ছোঁয়া খুঁজি।
আসছে  শীত ঠান্ডা হাওয়া
কেমন শীত নামে
জীবন চাকা শীতের ভয়ে
শীতের দিনে থামে।
করোনা ভয় বাড়ছে ওই
খবর রটে বেশ
আসছে শীত ঝরবে কত
অকালে প্রাণ বেশ।
আসছে শীত বেশ তো ওই
পথটা হয় ফাঁকা
রয় তো ঘরে থাকছে  ঘরে
হয় তো ঘরে থাকা।

 
										