প্রচ্ছদ

শিহাবুজ্জামান কামাল-এর কবিতা ‘জীবন’

  |  ১৮:০২, ডিসেম্বর ২০, ২০২৪
www.adarshabarta.com

Manual1 Ad Code

‘জীবন’

✍️ শিহাবুজ্জামান কামাল

সময়ের পথ চলা

নইকো সোজা

বয়ে যেতে হবে

জীবনের বোঝা।

 

Manual6 Ad Code

আসে কত ঝঞ্চাট

ঘাত প্রতিঘাত

কখনো যায়না করা

কোন প্রতিবাদ।

 

আঁধারের গা ঘেঁষে

কতনা বেলা

ভাবনায় কেটে যায়

Manual3 Ad Code

শুধু   একেলা।

 

চলার পথে আসে

বাঁধা জঞ্চাল

প্রতিহত করে সব

দেবে সামাল।

 

স্বার্থের কষাঘাতে

কত কিছুই হয়

চেনা লোক বদলাবে

Manual7 Ad Code

জেনো নিশ্চয়।

 

এভাবেই সময় আসে

দিন চলে যায়

একদিন  পাড়ি দেবে

Manual3 Ad Code

শেষ ঠিকানায়।

 

সামনের পথ ধরে

তবু যেতে হয়

এর নাম জীবন ভাই

জেনো নিশ্চয়।

 

লন্ডন: ৬ ডিসেম্বর ২০২৪ ইংরেজি

Manual1 Ad Code
Manual8 Ad Code