প্রচ্ছদ

রফিকুল নাজিম-এর কবিতা ”তোমায় যদি পাই গো”

  |  ১৬:০৮, অক্টোবর ০৬, ২০২৫
www.adarshabarta.com

Manual1 Ad Code

তোমায় যদি পাই গো
✍️রফিকুল নাজিম

চাঁদের হাঁটে যাইনি আমি কিনতে চাঁদের আলো
আমার ঘরেই চাঁদ যে হাসে দেখতে লাগে ভালো।

Manual8 Ad Code

পাখির ডাকে যাইনি বনে শুনতে পাখির গান
ঘরেই আমার ময়না পাখি গানে দেয় যে টান।

Manual4 Ad Code

চুপ ইশারায় সাগর ডাকে ঢেউয়ের তালে তালে
ঘরের মানুষ বন্দী করলো অবাক মায়ার জালে!

Manual7 Ad Code

দূরের পাহাড় ডাকে আমায়- মেঘের বাড়ি যেতে
কেমনে যে যাই চৌকাঠ ডিঙাই বুক সে রাখে পেতে।

Manual8 Ad Code

সব নগন্য- চাঁদ জোছনা সকল মায়া ছাই গো
বুকের পাশে তোমার মত মানুষ যদি পাই গো।

Manual1 Ad Code
Manual7 Ad Code