প্রচ্ছদ

রফিকুল নাজিম-এর কবিতা ”তোমায় যদি পাই গো”

  |  ১৬:০৮, অক্টোবর ০৬, ২০২৫
www.adarshabarta.com

তোমায় যদি পাই গো
✍️রফিকুল নাজিম

চাঁদের হাঁটে যাইনি আমি কিনতে চাঁদের আলো
আমার ঘরেই চাঁদ যে হাসে দেখতে লাগে ভালো।

পাখির ডাকে যাইনি বনে শুনতে পাখির গান
ঘরেই আমার ময়না পাখি গানে দেয় যে টান।

চুপ ইশারায় সাগর ডাকে ঢেউয়ের তালে তালে
ঘরের মানুষ বন্দী করলো অবাক মায়ার জালে!

দূরের পাহাড় ডাকে আমায়- মেঘের বাড়ি যেতে
কেমনে যে যাই চৌকাঠ ডিঙাই বুক সে রাখে পেতে।

সব নগন্য- চাঁদ জোছনা সকল মায়া ছাই গো
বুকের পাশে তোমার মত মানুষ যদি পাই গো।