প্রচ্ছদ

শিহাবুজ্জামান কামাল-এর কবিতা ‘সাহসী বীর’

  |  ১৩:২৫, সেপ্টেম্বর ০৪, ২০২৫
www.adarshabarta.com

Manual1 Ad Code

”সাহসী বীর”

শিহাবুজ্জামান কামাল

(বঙ্গবীর জেনারেল এম এ জি ওসমানীর ১০৭তম জন্ম বার্ষিকী উপলক্ষে লেখা)

 

বঙ্গবীর জেনারেল ওসমানী

অনেক সুনাম তাঁর

তিনি হলেন দেশ ও জাতির

চির অহংকার।

 

রনাঙ্গোনে তিনি ছিলেন  লড়াকো সৈনিক

তাঁর সুনাম খ‍্যাতি আছে

আজো দিকবিদিক।

 

Manual6 Ad Code

একাত্তরের ভয়াল যুদ্ধের

ইতিহাসটা জানি

যার নেতৃত্বে বিজয় এলো

ঘুছলো জাতির গ্লানি।

 

নয় মাসের যুদ্ধ ছিল

পাক সেনাদের সাথে

অবশেষে পরাজয় হয়

মুক্তিকামির হাতে।

 

সোনার বাংলা স্বাধীন হলো

পেলাম নতুন দেশ

কিন্তু আজো দেশের ভেতর

Manual8 Ad Code

অশান্তির নেই শেষ।

 

মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক

Manual8 Ad Code

ওসমানী নাম যার

Manual1 Ad Code

তাঁর মতো এক সাহসী বীর

আজ দেশে দরকার।

 

লন্ডন:১ সেপ্টেম্বর ২০২৫ইং

Manual1 Ad Code
Manual4 Ad Code