প্রচ্ছদ

নাজমুন নেসা পিয়ারি-এর কবিতা ‘পঁচিশ তিন দুহাজার বিশ’

  |  ১৩:১৪, নভেম্বর ০৪, ২০২০
www.adarshabarta.com

Manual5 Ad Code

পঁচিশ তিন দুহাজার বিশ

নাজমুন নেসা পিয়ারি

যুদ্ধের ডামাডোলে,
মুক্তিযুদ্ধে ঘন অন্ধকারে
শত্রুকে সামনে রেখে
অধীর অসহ্য সময়ে —
করোনা ভাইরাসের দাপটে
থেমে কি থাকে জীবন?
জীবনের গান,
হৃদয়ের অনুপম
অনুরণন!

Manual5 Ad Code

সুখ দুঃখ,
মান অভিমান—
তীব্র দহন
ভাইরাস সম
হিংস্র হিংসা
চলে সক্রোধে,
স্বপ্নীল স্বপ্নের ঝংকার
ছিন্ন ভিন্ন করে —
চলে অবিরাম
থেমে কি থাকে?

Manual3 Ad Code

শুন্য পথে পথে
বার্লিনের নরম বসন্ত-রোদ,
দেয়ালেে লুটোপুটি আলো —
আহত আলো!
নিঃশব্দ দুরন্ত বারান্দা,
সূর্যস্নাত টেবিল চেয়ার
কি নিঃসঙ্গ মুহূর্ত গড়ায় মুহূর্তে!

Manual5 Ad Code

দূর বহুদূর থেকে
ভালবাসা শুভেচ্ছা—-
জন্মদিনের শোয়ার্তস ভাল্ড কেক।
আছে বিবাহ বার্ষিকীর
মুখরোচক খাবার, পানীয়।
হৃদয়ে আছে—-
ক্যাসেট ভরা
হারিয়ে যাওয়া বন্ধুর গান।
তরুনের আর্তি —-
লাল গোলাপ হাতে
উদভ্রান্ত প্রেমিক!
আছে সাত সমুদ্রের ওপারে
রহস্য ঘেরা মমতার কলস।

Manual3 Ad Code

এসবই স্বপ্ন কি বাস্তব
বার বার অধরা আবেগে
ছুঁয়ে ছুঁয়ে দেখি,
অনুভবে সাতরঙা বেলুন
উড়ে উড়ে উড়ে —
ভেসে চলে যায়।
দুঃসহ দিন অবসানে
শুন্যতার গোধুলিতে —–
কে ঠেকায় তারে?
তবু জানি,
আধার পেরিয়ে শেষে
পাবে সে নবীন সূর্যালোক।
যেমন ছুঁয়েছিল ওরা
মুক্তির অন্বেষায় —-
ভেঙে ফেলা
বার্লিন দেয়ালের
ধংসস্তুপের ওপর
ঝলমলে
সকালের আলো।

(নাজমুন নেসা পিয়ারি, বার্লিন, জার্মানি)

Manual1 Ad Code
Manual4 Ad Code