প্রচ্ছদ

কাজী আ. খ. ম মহিউল ইসলাম-এর কবিতা *বাংলার জন্য ‘১’ চাপুন*

  |  ১১:১২, অক্টোবর ২৯, ২০২০
www.adarshabarta.com

Manual7 Ad Code

*বাংলার জন্য ‘১’ চাপুন*

Manual4 Ad Code

কাজী আ. খ. ম মহিউল ইসলাম

শপিংমলে, ব্যাংক-অফিসে
যদি করি ফোন,
ওপাশ থেকে আসা আওয়াজ
ঠিক রোবটের ‘টোন’।

Manual5 Ad Code

নানান রকম নির্দেশনা
ধৈর্য ধরে শুনি,
কত মিনিট খরচ হলো
বসে বসে গুনি।

বাংলার জন্য ‘১’ চাপতেই
“শি ভো শ্যাকাল– ষাঁড়”
বাংলা শুনে ঘুরে মাথা!
ব্যাথা করে ঘাড়।

Manual5 Ad Code

বাংলা ভাষা বলব বলেই
ঝরেছিল প্রাণ,
সেই ভাষাকে মারছে মোচড়!
কিসের যেন ঘ্রাণ….

বিকৃত সব উচ্চারণে
নেইকো তাদের লাজ,
ভাষা শহীদ দুঃখে বোধ হয়
তাকিয়ে থাকে আজ!

যাদের হাতে প্রাণের ভাষার
বাজছে বারোটা,
সবাই মিলে আসুন তাদের
বাজাই চোদ্দটা।

(লেখক: সাবেক পরিবার পরিকল্পনা অধিদফতরে মহাপরিচালক।)

Manual5 Ad Code

Manual1 Ad Code
Manual3 Ad Code