প্রচ্ছদ

রফিকুল নাজিম-এর কবিতা ‘বৃক্ষ থেকে অরণ্য’

  |  ১৮:৩৮, অক্টোবর ২৮, ২০২০
www.adarshabarta.com

Manual1 Ad Code

বৃক্ষ থেকে অরণ্য

Manual8 Ad Code

রফিকুল নাজিম

Manual4 Ad Code

হে পথিক, আমার ছায়াতলে এসো
তুমি দু’দন্ড ঘাসে বসো, একটুকুন জিরিয়ে নাও
এবং তুমি চোখ বুঁজে উপভোগ করো
আমার বুকের সবটুকু নির্যাস মিশ্রিত এইসব ফুলের ঘ্রাণ
আমার হাত পা বুক কলিজা কেটেকুটে গড়ে তুলো
তোমার দাম্ভিক আভিজাত্য, সুরম্য অট্টালিকা-প্রাসাদ
আমার নিখাঁদ ভালোবাসার স্মারক স্বরূপ- ফল খাও
তারপর আমি তৃপ্তির ঢেঁকুর দেই আসমান অভিমুখে।

Manual3 Ad Code

হাজার কোটি বছর ধরে আমি বুক পেতে দাঁড়িয়ে আছি
হে পথিক, তুমি ছায়াতলে এসো, একটুকুন জিরিয়ে যাও
তারপর আমার বুকে ঠুকে দাও লোহার সূঁচালো পেরেক
তারকাঁটার আঘাতে ক্ষতবিক্ষত করো আমার স্থবির শরীর
তুমি ফিরে যাবার সময় মটমট করে ভাঙো আমার ডাল
আমার শিকড় বাকড় টেনেটুনে আকৃতি দিয়েছ ক্ষুদ্রকায়
তোমার এই ইতর ইচ্ছার নাম দিয়েছ-বনসাই শিল্প!
তবুও আমি এই তীব্রতর ব্যথাগুলো সযতনে সয়ে যাই
দারুণ কৌশলে আমার নাম দিয়েছো- বৃক্ষ
অথচ আমি বৃক্ষে বৃক্ষে গড়ে তুলি- অরণ্যে স্বর্গ তোমার।

পলাশ,নরসিংদী।
০১৭১৬৩৮৩৪৩৮

Manual1 Ad Code
Manual4 Ad Code