প্রচ্ছদ

এমদাদুল হক সবুজ-এর কবিতা ‘আমার ঘরের ময়না পাখি’

  |  ০৯:২০, অক্টোবর ২৭, ২০২০
www.adarshabarta.com
Sadiq_Khan_2020_crop.png

আমার ঘরের ময়না পাখি

এমদাদুলহক সবুজ

আমার ঘরের ময়না পাখি
কয়না কথা রয় নিরবে,
যারে পুষেছিলাম আপন
করে সে হইলো কেন এই স্বভাবে।

এ পিঞ্জিরাতে সোনার পাখি,
কেন দুরে তাঁরে খুঁজে আঁখি?
যদি তারে পাইগো সখি,
আমার প্রেম জ্বালা মিটে যাবে।
আমার ঘরের ময়না পাখি
কয়না কথা রয় নিরবে।

সে আমার সাত রাজার ধন,
সে হইলো মানিক রতন।
যারে দিবানিশি করি ভজন,
খুঁজে বেড়াই বন বাদাড়ে।
আমার ঘরের ময়না পাখি
কয়না কথা রয় নিরবে।

পাখি রয় গহীন বনে,
পায় খুঁজে তারে সুজনে।
পুজো যারে নিরাকার জেনে,
এমদাদ কয় সে রয় সাকারে।
আমার ঘরের ময়না পাখি
কয়না কথা রয় নিরবে।