প্রচ্ছদ

রাজলক্ষ্মী মৌসুমী-এর কবিতা ‘ভালোবাসার গন্তব্যে’

  |  ১৩:২৮, অক্টোবর ২০, ২০২০
www.adarshabarta.com

Manual5 Ad Code

ভালোবাসার গন্তব্যে

Manual6 Ad Code

রাজলক্ষ্মী মৌসুমী

আকাশের তারার মিটি মিটি আলোয়
আমি যাবো ভালোবাসার গন্তব্যে ,
কিন্তু না মেঘ আমায় বাঁধা দিলো।
যাওয়া হলো না।
পূর্ণিমার চাঁদের আলো পথ দেখালো।
আবার যাবো কি যাবোনা ভাবছি।
কিছুদিন অভিনয়ের প্রহর গুনলাম।
যাওয়া হলোনা।
আবার নিকষ কালো অন্ধকারে জোনাকির আলোয় তুমি বললে এবার চলো তাহলে?
আমি থমকে গেলাম।
হঠাৎ তুমি কোত্থেকে এলে?
কানে কানে বললে আমি ছিলেম
তোমারি দোরে মিলনসুধার আশে।
হিসেবের কষাঘাতে তোমার
মিললো না অঙ্কটি।
সূত্রটি অগোচরে রয়ে গেলো বলে
জানা হলোনা তোমায়।
শুধু ভুল আর ভুলের পাল্লায়
মাপা হলোনা কার কতটুকু ভালোবাসা।।
বয়সের কৌশলটুকু তোমার মনেই ছিলো গেঁথে।
বলোনি তো আগে?
যখনি নৌকায় দুজনে বসলাম যাবো বলে
ঠিক তখনি কচুরীপনার গভীরে।
জোনাকিরা চার পাশে আলো দিয়ে
ইশারা করলো ঘরের দিকে।
যাওয়া হলোনা আর ভালোবাসার গন্তব্যে ।
আমি এখন তক্তপোষে
নড়ে চড়ে আছি কোন রকমে।
বয়সের ভারে মনে নেই কিছুই
তোমার স্মৃতি।

Manual5 Ad Code

Manual1 Ad Code
Manual4 Ad Code