প্রচ্ছদ

পুলিন রায়-এর কবিতা ‘সোনাঝরা ভোর ডাকে’

  |  ১৯:৩২, অক্টোবর ১০, ২০২০
www.adarshabarta.com

Manual8 Ad Code

সোনাঝরা ভোর ডাকে

Manual4 Ad Code

পুলিন রায়

Manual7 Ad Code

সঘন মেঘ ঘিরে আসে।
আকাশ কালো হয়। হয়না
কোন বৃষ্টিপাত। সাপলুডু
খেলার মতো জীবন এগুয়
আবার চলে আসে নীচু
জমিনে। জলপ্রপাত
ছুঁয়েছিল যে হাত সেখানে
বিষ এলো কোথা থেকে?
আয়ু লিখবো বলে যে
কলম ধরেছিলাম তারও
কালি শেষের পথে।
কুঁড়িয়ে পাওয়া সিকি
এখন চিনতে পারিনা।
পুরনো পুকুরঘাটে কিশোর
বয়সের প্রেমও এখন
অচলপয়সার মতো
সেকেলে। বান্ধবীর চোখের
কাজল নোনাজলে পূর্ণ।
বুকে বোবা কান্নার আকুলি
বিকুলি। বারে বারে ছিড়ে
যেতে উদ্যত সুখের তার।
ক্লান্ত বিকেল এসে হানা
দেয় অবেলায়।
অসময়ে বাজে দুঃখগান
করুণ রাগে।

Manual1 Ad Code
Manual6 Ad Code