প্রচ্ছদ

কাজী মহিউল ইসলাম-এর কবিতা ‘মাস্ক মানে কী?’

  |  ১৩:১২, অক্টোবর ০৬, ২০২০
www.adarshabarta.com

Manual6 Ad Code

মাস্ক মানে কী ?

Manual8 Ad Code

কাজী মহিউল ইসলাম

খোকা তুমি বাইরে গেলে
ভুলোনা মাস্ক নিতে,
মহামারী বাড়বে নাকি
এই সামনের শীতে!

মাস্ক কথাটার মানে কী মা?
সবাই দেখি বলে
‘বাংলা ভাষায় বলে মুখোশ,
ইংরেজীটাই চলে।’

Manual2 Ad Code

মুখোশ এখন ‘জাতে উঠে’
নাম নিয়েছে – মাস্ক
ঐটা নিয়ে ধান্দা করাই
অনেক লোকের টাস্ক!

এই করোনার ওষুধ নাই
ভেক্সিনেরও খবর নাই;
‘হু’ বলেছে আপাতত:
মুখোশ ছাড়া উপায় নাই!

Manual5 Ad Code

বললো খোকা, দাদুর কাছে
শুনেছিলাম গল্পো;
‘ডাকাতেরা পরত মুখোশ’
পড়ছে মনে অল্প…

সবাই যখন মুখোশ পরে
চিনতে পারি না;
কে যে ভালো,কে যে ডাকাত
কেমনে বুঝ মা?

Manual6 Ad Code

মুখোশ পরে ডাকাতেরা
যতই ঢাকুক মুখ,
নিজের বিবেক চাবুক মারে
পায়না কভু সুখ!

(লেখক: সাবেক পরিবার পরিকল্পনা অধিদফতরে মহাপরিচালক।)

Manual1 Ad Code
Manual8 Ad Code