প্রচ্ছদ

এ বি এম সালেহ উদ্দীন-এর কবিতা

  |  ১২:৪৪, এপ্রিল ২৮, ২০২০
www.adarshabarta.com

ধরণী শান্ত হও

এ বি এম সালেহ উদ্দীন

রাস্তা-ঘাট ফাঁকা
নিশ্চল, নিস্তব্ধ স্থবিরতায়
টাইমস স্কয়ারের শান্ত দুপুর
কোলাহলহীন এইট অ্যাভিনিউ
ম্রিয়মান হয়ে গ্যাছে ব্রায়fন পার্কের কবিতার শাখা-প্রশাখা
নিশ্চুপ শীতলতায় থমকে গ্যাছে গ্রান্ড সেন্ট্রাল।
পাখিরাও চলে গেছে অন্যত্র
দুঃস্বপ্নের কালো তালিকায় ব্যথাহত নাইট ক্লাব
নিশ্বাসের ওঠানামায় মূহ্যমান সেন্ট্রাল পার্ক
কলোম্বাস সার্কেলের তন্দ্রাহত নিথরতায়
নিশব্দে থুবড়ে পড়েছে ট্রাম্প টাওয়ার।
মূর্ছাতুর নির্জনতায় গ্যালারি পাড়ার সান্ধ্য বাতাস
ছবিহীন শূন্যতায় গুমরে কাঁদে চেলসি পিয়ার।
নবাগত হাডসন ইয়ার্ড আর ঝলমলে রাত্রির মিছিল
কেমন করে ঘুমোচ্ছে (!) দলামোচা হয়ে
আকাশে–বাতাসে সুখতাড়িত প্রশ্ন—
পৃথিবীর এই ঘোর আতঙ্ক কাটবে কখন?
নিস্তব্ধ স্থবিরতায় বিছাল কঙ্কালের আর্তনাদ!
দিগন্তজুড়ে অ-সুখী ছায়ার কৌতূহল
নির্জনতার অবিশ্বস্ত তিমিরে জাগ্রত নিউইয়র্ক
—কেমন করে ঘুমিয়ে পড়ল!
রক্তাভ মেঘের বিপন্ন হাহাকারে—
নিঃসঙ্গতার আর্শ্চয বন্দিশে
আমরা এখন ঘরে বসেই রোদ্দুর দেখি।
কেননা
ধরণীর শোকার্ত বিষাদে চারদিকে শুধু
দুঃস্বপ্নের সাদা কফিনের ঘোর অমানিশা।

নিউ ইয়র্ক, আমেরিকা।