প্রচ্ছদ

মুহম্মদ আজিজুল হক-এর কবিতা ‘হব মত্যুঞ্জয়ী’

  |  ০৯:৪১, আগস্ট ১৬, ২০২০
www.adarshabarta.com

Manual8 Ad Code

হব মত্যুঞ্জয়ী

মুহম্মদ আজিজুল হক

Manual3 Ad Code

আমি ইদানীং প্রায়শ আমার মৃত্যুর
কথা ভাবি।
নিষুপ্ত নিশীথের নিভৃত প্রহরে
আচমকা ঘুম
ভেঙ্গে গেলে মৃত্যুর কথাই পড়ে আগে
মনে।
আমি নিষ্পাপ বিহঙ্গের মৃত্যুর কথা
ভাবি;
আমি পেলব পুষ্পের মৃত্যুর কথা
ভাবি;
মাসুম শিশুর মর্মান্তিক মৃত্যুর কথা
আসে মনে।
আমি কত কত জোছনার মৃত্যু
দেখেছি কত শত রাতে;
দেখেছি কত শান্ত, মৃদুমন্দ, সুখাবহ
দখিনা সমীরের অকাল মরণ।
করোনার করাল থাবায় প্রতিদিন
কত উচ্ছল যুবকেরা প্রাণ হারায়;
ভাবি, এরা যদি পারে নীরবে, নির্ভয়ে
মরণেরে করে নিতে বরণ;
তবে আমি কেন পারবো না হে!
ওহে মৃত্যু, ওহে সকল আশা সর্বনাশা,
ত্রাস সঞ্চারী,
আমি তোমার ভয় করে জয় হব
মত্যুঞ্জয়ী।

Manual8 Ad Code

(লেখক: সাবেক রাষ্ট্রদূত চীন)।

Manual5 Ad Code

Manual1 Ad Code
Manual6 Ad Code