প্রচ্ছদ

মুহম্মদ আজিজুল হক-এর কবিতা

  |  ১৪:২৯, এপ্রিল ২৭, ২০২০
www.adarshabarta.com

মোনালিসা বিশ্ব আমার

মুহম্মদ আজিজুল হক
[বিশ্ব বই দিবস ২০২০ উপলক্ষে রচিত]

আমার ঘরে আছে আমার আপন মোনালিসা;
ঘর ছেড়ে তাই বাইরে যাবার হয় না তেমন ইচ্ছা।
লোকে বলে, “দেখি নি তো এমন আদিখ্যেতা।
মোনালিসা না থাক আমাদের আছে ববিতা;
শুনি নি তো আমরা কারো বাড়াবাড়ির কথা।”

মোনালিসার সাগর মাঝে চুনি পান্না নীলা,
পাই ডুবিয়ে গভীরে তার মণিমুক্তার টিলা।
নিগূঢ় হাসির ঠোঁটে তার রূপ সাগরের ঢেউ ওঠে,
নীল চোখের তারায় তার গুপ্তধনের আভা ফোটে;
মোনালিসার অন্তর রাজ্যে সারা বিশ্ব জোটে।

করোনার দিনে লকডাউনে ঘরেই বিশ্ব পাই,
বাহিরে যাওয়া নিষেধ তবু খুব তো ক্ষতি নাই!
আমার বিশ্বের প্রভু আমি ভৃত্য তো কারো নই,
মোনালিসা বিশ্ব আমার, তাই গৃহবিশ্বে রই;
লোকে তারে পায় না খুঁজে পায় শুধু আমার বই!

( মুহম্মদ আজিজুল হক, সাবেক রাষ্ট্রদূত চীন )