প্রচ্ছদ

সুফিয়ান আহমদ চৌধুরী-এর ছড়া ‘বন্ধু’

  |  ০৯:৪৯, জুলাই ০৯, ২০২০
www.adarshabarta.com

Manual5 Ad Code

বন্ধু

সুফিয়ান আহমদ চৌধুরী

(প্রিয় ছড়াকার আলম তালুকদারকে)

ছড়ার হাট শূণ্যটা করে
গেলে বন্ধু তুমি,
শূণ্য হলো সোনার দেশ
শূণ্য মাতৃভূমি।

তোমার ছড়া মজার ছড়া
রসিক তুমি খুব,
হাসাতো পারো আসর জমে
আনন্দ মনে ডুব।

পানটা মুখে চিবিয়ে পান
বলতে কথা রসে,
চারপাশেতে ছড়ার মেলা
তোমাকে ঘিরে বসে।

Manual5 Ad Code

ছড়ার ছন্দে রসিক প্রিয়
ছড়ার পাতা মিষ্টি,
আড্ডায় মন জাগিয়ে দিতে
কাড়তো মন দিষ্টি।

Manual8 Ad Code

কেমন হলো খবর শুনে
মনটা কী যে ফাঁকা,
হাসির মুখ ভাসছে চোখে
অনেক সম্মৃতি আঁকা।

Manual3 Ad Code

“আমি জাগলে ছড়া জাগে”
বইটা রাঙা কী যে,
ছড়ার মালা রাঙিয়ে কত
থাকতে ব্যস্ত নিজে।

বন্ধু তোমার বিদায় লগ্নে
অশ্রুর ধারা নামে,
শোক সংবাদে মনটা সবার
কেমন যেন থামে।

(নিউইয়র্ক, জুলাই ২০২০)

Manual3 Ad Code

Manual1 Ad Code
Manual8 Ad Code