প্রচ্ছদ

অকেয়া হক জেবু-এর কবিতা

  |  ১২:০৩, জুলাই ০২, ২০২০
www.adarshabarta.com

বর্ষার প্রকৃতি

অকেয়া হক জেবু

চারদিকে অথৈ পানিতে
ভাসছে ডিঙ্গি, ভাসছে ফসল-
ভাসছে ঘর বাড়ি,
সব হারিয়ে পড়ে আছে
শূন্য কৃষকের হাড়ি।

ব্যাঙ ডাকছে, বাতাস বইছে
ভাসছে মেঘের ভেলা,
ষড়ঋতুর রাজ্যে চলছে
ভরাডুবির খেলা।

মানবলীলা ধ্বংসের পথে
হারিয়ে সোনার ফসল,
বৈঠা ডিঙ্গি কোসা নিয়ে
ছুটছে মাঝি-মাল্লার দল।

গ্রাম গুলো আজ পানি বন্ধি
যূথ হয়ে আছে দ্বীপের ন্যায়,
মায়াক্রন্দন কেউ দেখে না
হচ্ছে সৃষ্টি কর্মের ব্যয়।

নির্মীয়মান প্রকৃতির লীলায়
নেই কারো হাত,
মেঘের আড়ালে সূর্যি ডুবে
দিবস হয়ে যায় রাত।

লোকান্তরিত হচ্ছে মানুষ
নেই কারো শ্যেনদৃষ্টি,
শোকার্ত মানব কোল আজ
দেখে প্রকৃতির সৃষ্টি।

চারদিকে অথৈ পানিতে
ভাসছে ডিঙ্গি, ভাসছে ফসল-
ভাসছে ঘর বাড়ি,
সব হারিয়ে পড়ে আছে
শূন্য কৃষকের হাড়ি।

ব্যাঙ ডাকছে, বাতাস বইছে
ভাসছে মেঘের ভেলা,
ষড়ঋতুর রাজ্যে চলছে
ভরাডুবির খেলা।

মানবলীলা ধ্বংসের পথে
হারিয়ে সোনার ফসল,
বৈঠা ডিঙ্গি কোসা নিয়ে
ছুটছে মাঝি-মাল্লার দল।

গ্রাম গুলো আজ পানি বন্ধি
যূথ হয়ে আছে দ্বীপের ন্যায়,
মায়াক্রন্দন কেউ দেখে না
হচ্ছে সৃষ্টি কর্মের ব্যয়।

নির্মীয়মান প্রকৃতির লীলায়
নেই কারো হাত,
মেঘের আড়ালে সূর্যি ডুবে
দিবস হয়ে যায় রাত।

লোকান্তরিত হচ্ছে মানুষ
নেই কারো শ্যেনদৃষ্টি,
শোকার্ত মানব কোল আজ
দেখে প্রকৃতির সৃষ্টি।