প্রচ্ছদ

অকেয়া হক জেবু-এর কবিতা

  |  ১২:০৩, জুলাই ০২, ২০২০
www.adarshabarta.com

Manual6 Ad Code

বর্ষার প্রকৃতি

অকেয়া হক জেবু

চারদিকে অথৈ পানিতে
ভাসছে ডিঙ্গি, ভাসছে ফসল-
ভাসছে ঘর বাড়ি,
সব হারিয়ে পড়ে আছে
শূন্য কৃষকের হাড়ি।

ব্যাঙ ডাকছে, বাতাস বইছে
ভাসছে মেঘের ভেলা,
ষড়ঋতুর রাজ্যে চলছে
ভরাডুবির খেলা।

মানবলীলা ধ্বংসের পথে
হারিয়ে সোনার ফসল,
বৈঠা ডিঙ্গি কোসা নিয়ে
ছুটছে মাঝি-মাল্লার দল।

Manual3 Ad Code

গ্রাম গুলো আজ পানি বন্ধি
যূথ হয়ে আছে দ্বীপের ন্যায়,
মায়াক্রন্দন কেউ দেখে না
হচ্ছে সৃষ্টি কর্মের ব্যয়।

নির্মীয়মান প্রকৃতির লীলায়
নেই কারো হাত,
মেঘের আড়ালে সূর্যি ডুবে
দিবস হয়ে যায় রাত।

Manual4 Ad Code

লোকান্তরিত হচ্ছে মানুষ
নেই কারো শ্যেনদৃষ্টি,
শোকার্ত মানব কোল আজ
দেখে প্রকৃতির সৃষ্টি।

চারদিকে অথৈ পানিতে
ভাসছে ডিঙ্গি, ভাসছে ফসল-
ভাসছে ঘর বাড়ি,
সব হারিয়ে পড়ে আছে
শূন্য কৃষকের হাড়ি।

Manual8 Ad Code

ব্যাঙ ডাকছে, বাতাস বইছে
ভাসছে মেঘের ভেলা,
ষড়ঋতুর রাজ্যে চলছে
ভরাডুবির খেলা।

মানবলীলা ধ্বংসের পথে
হারিয়ে সোনার ফসল,
বৈঠা ডিঙ্গি কোসা নিয়ে
ছুটছে মাঝি-মাল্লার দল।

Manual2 Ad Code

গ্রাম গুলো আজ পানি বন্ধি
যূথ হয়ে আছে দ্বীপের ন্যায়,
মায়াক্রন্দন কেউ দেখে না
হচ্ছে সৃষ্টি কর্মের ব্যয়।

নির্মীয়মান প্রকৃতির লীলায়
নেই কারো হাত,
মেঘের আড়ালে সূর্যি ডুবে
দিবস হয়ে যায় রাত।

লোকান্তরিত হচ্ছে মানুষ
নেই কারো শ্যেনদৃষ্টি,
শোকার্ত মানব কোল আজ
দেখে প্রকৃতির সৃষ্টি।

Manual1 Ad Code
Manual7 Ad Code