প্রচ্ছদ

মিজানুর রহমান মিজান-এর কবিতা

  |  ১১:২৯, জুন ২১, ২০২০
www.adarshabarta.com

Manual1 Ad Code

যখন দাঁত ভাঙ্গে

Manual3 Ad Code

মিজানুর রহমান মিজান

Manual7 Ad Code

পানির গতি নীচু দিকে
নদী চলে একেবেঁকে
ভাঙ্গা গড়ায় নদীর চর জাগে।।
ধাপে ধাপে চলে সবার জীবন
শেষ ধাপেতে হয়রে মরণ
শক্তি সামর্থ থাকে কুসুমবাগে।।
যৌবন কালে সঙ্গি সাথীর ঘটে আগমন
বাসা বাঁধে পশুপাখি পেয়ে সবুজ বন
পাতা ঝরলে মরুময় পালায় আগে ভাগে।।
আদর যত্নের হয় না অভাব
সময়ে পাবে না হারালে স্বভাব
অভাবে স্বভাব নষ্ট বলে গেছে আগে।।
আপন ভাবলাম এ জগতে কত জনে
সময়েতো অভাবী দৃশ্যত একেলা নির্জনে
সাথিহারা পথিক ভিতর বাহির লাগে।।
আপন নয় কেহ ভাইরে সকলই অকারন
মায়ার বাঁধনে জড়িয়ে রাখি যদিও বারণ
বুঝতে পারি হোচট খেয়ে যখন দাঁত ভাঙ্গে।।

Manual1 Ad Code

(তরিখ ২১/৬/২০২০ জয়নগরের কুঠির হতে)

Manual1 Ad Code
Manual8 Ad Code