প্রচ্ছদ

রফিকুল নাজিম-এর কবিতা

  |  ১৮:৫৬, জুন ১৯, ২০২০
www.adarshabarta.com

তোমার খুব শুশ্রূষা প্রয়োজন

রফিকুল নাজিম

আমার বুকের খাঁচাগুলো সেই কবে থেকে মোচড়ানো
মুমূর্ষ হাড়গোড় অস্থিমজ্জায় বিষের
উপস্থিতি
পাকস্থলীতে দলাপাকিয়ে আছে ব্যথা ও
বেদনা
তোমার অবহেলায় আমার বুকের
ধুকপুকানি
ধীর হয়ে গেছে সেই কবে থেকে,
অভিমানী হৃদযন্ত্রটাও বিকল হবার
যোগাড়!

তবুও আমি তোমার প্রতীক্ষায় বসে থাকি
গাছের মত দাঁড়িয়ে থাকি বিধ্বস্ত বুকে
যদি কখনো তুমি ফিরে আসো
যদি কখনো ফিরে এসে আমার ঠোঁটের
কোণ থেকে
প্রতীক্ষার যন্ত্রণাগুলো মুছতে মুছতে বলো,
‘তোমার খুব শুশ্রূষা প্রয়োজন!’

মাধবপুর, হবিগঞ্জ।
১৯ জুন,২০২০ খ্রি.