প্রচ্ছদ

খসরুজ্জামান খসরু-এর কবিতা

  |  ১০:২৬, এপ্রিল ২২, ২০২০
www.adarshabarta.com

Manual3 Ad Code

পালাও

Manual4 Ad Code

খসরুজ্জামান খসরু

জন্তু গুলো বাঁধছে সারি
দু’মিটার রেখে ফাঁক
রাস্হা ঘাটে মেলছেনা আর
জুটি জুটি ঝাঁক ।

ঘরের ভেতর মারছে কুলুপ
আৎকে উঠে নকে
দরজা খুলে সরে দাঁড়ায়
ধূরু ধূরু বুকে।

খুনের দাগ লুকাতে এবার
পরছে হাতে গ্লাবস
পাপের জিহবা লুকিয়ে ফেলতে
মুখে দিয়েছে মাস্কস।

Manual2 Ad Code

কাশি দিলে ভড়কে উটে
এই বুঝি ফেলে ধরে
ছায়া দেখে রাস্তা পাল্টায়
পারলে ডুকে ঘরে।

Manual4 Ad Code

হায়রে জন্তু দেখতে কিন্তু
সৃষ্টির সেরা জীব
পালায় পশুও দেখলে তারে
মহামারীর বিজ।

১৯ এপ্রিল , লন্ডন

Manual6 Ad Code

Manual1 Ad Code
Manual3 Ad Code