প্রচ্ছদ

পুলিন রায়-এর কবিতা

  |  ১৩:৩০, জুন ০৬, ২০২০
www.adarshabarta.com

রৌদ্রজ্বলা দিন

পুলিন রায়

একদিন আকাশকে ‘ধরো’ বললে
দুবাহু মেলে দিতো নীল দিগন্ত
ঘন সবুজকে ‘তোমার রঙে রাঙিয়ে দাও
আমার মন’ বলার সাথে সাথে
দূর থেকে সবুজের ঝালর উঠতো দোলে
আর এখন, আকাশের মুখ গোমরা
নদীপারের সবুজ ফ্যাকাসে

এখন মানুষের মুখে সাঁটা সাদা পোস্টার
মানুষ হয়ে যাচ্ছে দূরের যাত্রী
যেই ছাড়বে ঘর আপনা থেকে পর
নিঃশব্দে ঘুরতে থাকা অচেনা বিপদ
বসাবে থাবা

সূর্যের কাছে দুহাত পেতে কিছু চাইতে
গেলে
ক্ষণিক চুপ করে বললেন কানে কানে
‘সবুর করো পাপের বোঝা কমলেই
জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে সমস্ত অভিশাপ’
তাইতো আমি অপেক্ষায় আছি
প্রখর রৌদ্রজ্বলা দিনের…।

(কবি পুলিন রায়, সিলেট সাহিত্য পরিষদের সভাপতি এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হিসেবে কর্মরত)।