প্রচ্ছদ

সাইফুর রহমান কায়েস-এর কবিতা

  |  ১৬:৩৬, জুন ০২, ২০২০
www.adarshabarta.com

Manual4 Ad Code

জর্জ ফ্লয়েড
(মুক্তিকামী মানুষের মৃত্যু নেই)

সাইফুর রহমান কায়েস

Manual8 Ad Code

আমি নিঃশ্বাস নিতে পারছিনে
আমাকে মুক্ত করে দাও
এই পৃথিবীতে ঈশ্বরের
বেখেয়ালিপনায় কি আমাদের
জন্ম হয়েছিলো?
আমাদের গাত্রবর্ণ কি
এই বিশ্বসংসারে
বিভেদ সৃষ্ঠি করেছে?
যারা শ্বেতবর্ণ নিয়ে পৃথিবীতে
এসেছে তারা শ্রেষ্ঠ
কোন বিবেচনায় হয়?
তারা এই পৃথিবীর
শাসনভার কব্জায় নিয়েছে বলে
আমরা শোষিত, মজলুম।
যুগে যুগে আমাদের
গায়ের রঙের জন্য
আমরা আমাদের চুষতে
দিয়েছি শ্বেতাঙ্গদের।
এই ন্যায়িক পৃথিবীতে
এ কেমন অন্যায়।
যেখানে সুবিচার
চাইতে গিয়ে আমরা
আবারো হত্যার শিকার হই।
তারা বারবার কেনো
আমাদের শ্বাসরোধ করে
হত্যা করে?
আমাদের কি অপরাধ?
জন্মই কি আমাদের
আজন্মের পাপ?
আমার মতো সবাইকেই
শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

Manual7 Ad Code

এই বিশাল পৃথিবীতে আমরা
কি খুব বেশি অবাঞ্চিত?
আমাদের রক্ত কি
তাদের মতো লাল নয়?
আমাদের মতো কি
তাদেরকেও বেচে থাকতে
অক্সিজেনের প্রয়োজন পড়ে না?
আমরা কি সৃষ্টির সেরা নই?
আমাদের ক্বলব কি
মহাপ্রভুর জন্য ধ্বনিত হয় না?
আমি ফ্লয়েড ঈশ্বরের নামে
শপথ করে বলছি
আমি প্রাণের ভিক্ষা চেয়েও
তাদের মন গলাতে পারি নি।
আমার মৃত্যু
মানবতার বিরুদ্ধে অপরাধ।
এই অপরাধের জন্য পৃথিবী
জ্বলেপুড়ে ছাই হয়ে যাবে।
প্রতিটি মানুষই ফ্লয়েড হয়ে
আগুন জ্বালাবে এখন
যেমন জ্বালাবে মিনেসোটা,
ম্যানিয়াপোলিস, নিউইয়র্ক, ম্যানহাটন।
আমার আত্মার পুনরুজ্জীবনে
উজ্জীবিত হয়ে আমেরিকার
প্রতিটি ঘরে
ফ্লয়েডের জন্মাবে।
বর্ণবাদ আর বৈষম্যের
বেড়াজাল ভাঙবেই।
মানুষ বুঝতে শিখবে
বারাক ওবামার অশ্রুর মূল্য।
এই বিশ্ব রুখে দেবে
ফ্যাসিবাদী শাসন আর শোষণ
এবং শ্রেষ্ঠত্বের দোহাই দিয়ে
মানুষ হত্যা।
প্রিয় জর্জ ফ্লয়েড
আমাদের ক্ষমা করে দিয়ো।
তোনার শেষ নিঃশ্বাস নিতে
না পারার জন্য।
তোনার মুখে এক গেলাস জল
তুলে দিতে না পারার জন্য।

Manual8 Ad Code

Manual1 Ad Code
Manual4 Ad Code