প্রচ্ছদ

সবুর খান এমবিই এর কবিতা বালিংগা

  |  ১১:১৮, অক্টোবর ০৯, ২০২৩
www.adarshabarta.com

Manual7 Ad Code

বালিংগা
সবুর খান MBE

মন চায় উড়ে যেতে গ্রাম বালিংগা
মা-বাবার কুলে প্রথম হাসি এ ধরা।
যে আলো,বাতাস,ছায়ায় হৃদয় ঘেরা,
যে সবুজে শৈশব কৈশোর স্মৃতি ভরা।

Manual8 Ad Code

মন চায় উড়ে যেতে গ্রাম বালিংগা
যে শিক্ষালয়ে আমার নব লেখাপড়া।
যে মাঠে আনন্দ উল্লাসে খেলা করা,
যেখানে আমার সহপাঠী বন্ধুরা।

Manual5 Ad Code

মন চায় উড়ে যেতে গ্রাম বালিংগা
যে পুণ্য মাঠিতে মা-বাবা সমাহিত করা।
স্বজন পড়শী আমার পরম্পরা ,
জান্নাত দাও খোদা প্রার্থনায় যিয়ারা।

Manual1 Ad Code

মন ত উড়েই বেড়ায় গ্রামে সারাবেলা,
স্মৃতির আনন্দ উল্লাসে করে খেলাধুলা।
গ্রামের কল্পনায় হৃদয়ে রচে মেলা,
ভাবনায় উন্নয়নের ঐশ্বর্যের লীলা।

বালিংগা বিদ্বান্ সারা বিশ্বে অলঙ্কৃত,
নক্ষত্রের মত আকাশে উজ্জ্বলিত।
প্রতিনিধি নির্ধারণে সদা অবহিত,
শিক্ষা চিকিৎসা উন্নতে সহমত।

সুখে-দুঃখে দেশ বিদেশে ঐক্যে আমরা,
গ্রাম মোদের ঐতিহ্যবাহী বালিংগা
মন চায় উড়ে যেতে গ্রাম বালিংগা
গ্রাম যে আমার সকল গ্রামের সেরা বালিংগা

Manual5 Ad Code

Manual1 Ad Code
Manual4 Ad Code