প্রচ্ছদ

শিহাবুজ্জামান কামাল-এর কবিতা ‘ক্রোয়েশিয়া’

  |  ১৫:৫২, আগস্ট ২৩, ২০২২
www.adarshabarta.com

Manual6 Ad Code

ক্রোয়েশিয়া

শিহাবুজ্জামান কামাল

প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা
ক্রোয়েশিয়া দেশ
চারিদিকে ছিমছাম
মনোরম বেশ।

Manual7 Ad Code

উচু নীচু পাহাড় আর
পথ আঁকা বাঁকা
লোকালয়ে নিরবতা
শুনশান ফাঁকা।

Manual2 Ad Code

আকাশের গা ঘেষে
মেঘের ভেলা
ঝিলমিলে কড়া রোদ
আলোর খেলা।

Manual5 Ad Code

দেখা যায় বিমান গুলো
উড়ে উড়ে যায়
আকাশের সীমা দিয়ে
দূর অজানায়।

সাগর বেষ্টিত দেশ
বৈচিত্র লাগে
স্রষ্টার সৃষ্টি দেখে
ভাবনা জাগে।

Manual8 Ad Code

ক্রোয়েশিয়া,
২৩ আগস্ট ২০২২ ইংরেজি।

Manual1 Ad Code
Manual7 Ad Code