প্রচ্ছদ

শিহাবুজ্জামান কামাল-এর কবিতা “এত গরম”

  |  ১১:৩৫, জুলাই ১৭, ২০২২
www.adarshabarta.com

Manual5 Ad Code

এত গরম

Manual2 Ad Code

শিহাবুজ্জামান কামাল

Manual1 Ad Code

পড়ছে গরম সইবে কেমন
ভীষণ জীবন যাত্রা
প্রতি দিনই বাড়ছে কেবল
গরমের তাপমাত্রা।

ঘর থেকে কেউ যাচ্ছে ছুটে
পার্কের ছায়া তলে
গাছের নিচে শুয়ে থাকে
গায়ের জামা খুলে।

Manual2 Ad Code

রোদের প্রকট ক্রমেই বাড়ে
সাথে থাকছে গরম
পাতলা জামা পরছে মানুষ
দেখলে লাগে শরম।

ফ্রিজে রাখা বরফ টুকরো
বোতল ভরা পানি
এসব খেয়েও হচ্ছেনা কাজ
বাড়ছে পেরেশানি।

স্কুল থেকে বার্তা পাঠায়
নানা নির্দেশনা
ছেলেমেয়েদের স্কুল আসতে
আপাতত মানা।

প্রভুর সৃষ্টি বিচিত্র সব
ভাবলে অবাক লাগে
ঠান্ডার দেশে এত গরম
কেউ দেখেনি আগে।

Manual2 Ad Code

লন্ডন
১৬ জুলাই ২০২২ ইংরেজি

Manual1 Ad Code
Manual7 Ad Code