প্রচ্ছদ

কাজী মহিউল ইসলাম-এর কবিতা ”এই বাংলায় জায়গা নাই”

  |  ১৯:০৪, অক্টোবর ২৫, ২০২১
www.adarshabarta.com

এই বাংলায় জায়গা নাই
কাজী মহিউল ইসলাম

আমার-তোমার- একই ভাষা
বুক ভরে নেই – একই বাতাস,
পায়ের তলে – একই মাটি
মাথার ওপর – একই আকাশ।
আমরা আছি একই সাথে
হাজার হাজার বছর ধরে,
কারোর সুখে– সবাই হাসি
দুখির তরে অশ্রু ঝরে।
বছর বছর বন্যা – খরা
সবাই মিলে সামাল দিলাম,
আমরা সবাই একই সাথে
স্বাধীনতার যুদ্ধে ছিলাম।
তিতুমীরের বাঁশেরকেল্লা
সাহস দিত সবার বুকে,
ক্ষুদিরামের ফাঁসির রায়ে
মূর্ছা গেছি বেজায় শোকে।
ঈদ বলো আর পুজোয় বলো
সেমাই-মিষ্টি- নাড়ু খেতাম;
ধনী-গরিব’ সকল ভুলে
প্রানের মেলায় মিশে যেতাম।
এত কিছুর মিলের মাঝে
কেউবা শুধুই অমিল খুঁজে,
প্রতিবাদের ভাষা ভুলে
লুকিয়ে থাকে, চক্ষু বুঁজে।
মানুষ হয়ে জন্মেছি সব
মানুষ হয়েই বাঁচতে চাই,
সাম্প্রদায়িক মনোভাবের
এই বাংলায় জায়গা নাই।