প্রচ্ছদ

জেবু নজরুল ইসলাম-এর কবিতা “বিরহী”

  |  ১৮:১৭, অক্টোবর ২৫, ২০২১
www.adarshabarta.com

Manual8 Ad Code

বিরহী
জেবু নজরুল ইসলাম

Manual8 Ad Code

আমি এক বিরহী
জীবনের পাতায় পাতায় আষ্টেপৃষ্ঠে বেঁধে
আছে অসীম বিরহ,আমি ভালবাসি এখন
বিরহকে, দুচোখের পানিতে যখন বুক ভেসে যায়
আমি এক অনন্ত সুখ খুঁজে পাই বিরহের অনুভবে।
বিরহের মাঝে আমি বসন্তের স্বর্গীয় সুবর্ণ সুধা খুঁজি,
উচ্ছ্বল যৌবনকে ফিরে ফিরে পাই,
উচ্ছ্বসিত অনিল যখন আমাকে ছুঁয়ে ছুঁয়ে
অধীর করে তুলে, আমি শুনি মধুপের গুঞ্জন,
দেখি এক মুগ্ধ দীপ্ত নয়ন, যার কালো কুন্তল
থেকে ভেসে আসে গন্ধরাজ, গোলাপ কিংবা
কামিনীর সুরভী।
বৈশাখী ঝড়, শ্রাবণের অবিরাম বর্ষণ অথবা
বসন্তের কোকিলের কূজন, আমার বিরহী মনকে
কখনো করে চঞ্চল কখনো বা উম্মন।
দখিনা মলয় জানি না আমার মনকে কি ইঙ্গিত
দিয়ে যায়, ফুলের গন্ধ, প্রকৃতির শোভার মনোরম দৃশ্য
আমার বিরহী মনকে অস্থির কিংবা বিষণ্ণ করে,
পাওয়া না পাওয়ার দেয় এক অনাবিল সুখের আনন্দ।
সুনীল আকাশের মতো বিরহের মাঝে খুঁজে পাই
প্রচণ্ড ভালবাসার অনুভব,
সমীরণ আমায় ছুঁয়ে ছুঁয়ে দেয় ভেজা চুলের হৃদয় বিমোহিত গন্ধ, আমি বিরহী বিরহের মাঝে খুঁজে পাই জীবন বোধের এক পরমানন্দ।
(কাব্যগ্রন্থ ” নন্দিত নীলিমা “)

Manual2 Ad Code

Manual1 Ad Code
Manual6 Ad Code