প্রচ্ছদ

দেলওয়ার হোসেন সেলিম-এর কবিতা “সুফিয়ান চৌধুরী’র জন্মদিন”

  |  ১৮:৪২, জুলাই ১৬, ২০২১
www.adarshabarta.com

Manual3 Ad Code

“সুফিয়ান চৌধুরী’র জন্মদিন”

দেলওয়ার হোসেন সেলিম

Manual4 Ad Code

নতুন সকাল নতুন দিন
আজ সুফিয়ান ভাইয়ের
শুভ জন্মদিন।

প্রকৃতি হেলে দুলে
হয়েছে বেশ রঙিন
আজ প্রিয় কবির জন্মদিন।

মহামারি করোনার দুর্দিন
পালিত হচ্ছে অনাড়ম্বরে
আজ অগ্রজের জন্মদিন।

Manual7 Ad Code

করছি স্মৃতি রোমন্থন
‘স্বদেশ কন্ঠ’-এ লিখে
আজ সংগঠকের জন্মদিন।

ছড়া পরিষদে ছিলাম শামিল
ধোপাদিঘির মুহুর্ত ভুলিনি
আজ ছড়াকারের জন্মদিন।

ঝড় তুফান বাদল দিন
কাগজ কলমের মিতালী
আজ কৃতি মানুষের জন্মদিন।

বেঁচে থাকুন হাজার বছর
স্মৃতি আঁকা থাকবে চিরদিন
আজ কর্মবীরের জন্মদিন।

ভালোবাসা কৃতজ্ঞতায়
শোধ করবো যতো ঋণ
আজ গুরুজনের জন্মদিন।

Manual3 Ad Code

পেয়েছি সুভাস বারে বারে
পড়ছে মনে যতই থাকি দূরে
আজ আইনজীবীর জন্মদিন।

অনুপ্রেরণা উদ্দীপনা পেয়েছি
‘সিলেট বাণী’র অঙ্গনে
আজ প্রাবন্ধিকের জন্মদিন।

সিলেট প্যারিস লন্ডন
অটুট আছে বন্ধন
আজ প্রিয়জনের জন্মদিন।

নিউইয়র্ক বসে লিখছেন
খবর রাখছেন প্রতিদিন
কলম সৈনিকের জন্মদিন।

ভুলে যাবেন না কোনো দিন
হাসি খুশি মুখ হবে না মলিন
জন্মদিন শুভ জন্মদিন।

লন্ডন
জুলাই ২০২১

Manual3 Ad Code

Manual1 Ad Code
Manual4 Ad Code