প্রচ্ছদ

কাজী শাহেদ বিন জাফর-এর কবিতা “হয়নি পুরণ মায়ের অভাব পাইনে জগত চষে”

  |  ১৬:০৬, জুলাই ১২, ২০২১
www.adarshabarta.com

“হয়নি পুরণ মায়ের অভাব
পাইনে জগত চষে”

কাজী শাহেদ বিন জাফর

হজ্বের কপাট লোপাট আজি
কী-আর পাবো ফিরে,
হারিয়ে গেলো মা-যে আমার
পালিয়ে যাওয়া ভীরে।
পাইনি মাগো তোঁমার সম
জগত ভেলায় চরে
হারিয়ে বুঝি খোদার নিয়ামত
ব্যথার বালুচরে।
হারিয়েছে ফুলের সুবাস
সাবাস কাড়া নীড়ে,
স্বর্গ আমার মর্গে আজি
কী-আর পাবো ফিরে।
না-ফিরা এ-দেশটা কোথায়
জানলে তোরাই বল,
হরণ করে স্বর্গ ছায়া
শীতল কদম তল।
তব স্মৃতি ইতির ভাঁজে-ই
যেই ভাসে মা-মনে,
চোখের জলে পাঁজর ভিজে
নিথর হারা ধনে।
জুন আঠারো সাল একুশের
শুভ জুম’আ বার,
দিতেই সারা খোদার ডাকে
সুদূর পরো পার।
যারাই গেলো ফিরলো কী-রে
রইবো কেবাই আর,
জনম হলেই ধরবে জমে
কউ পাবেনা পার।
তাইতো মাগো যেথায় থাকো
অজানা যেই দেশে,
খোদায় যেন আয়েশ দানে
চাই-গো চায়েল বেশে।