প্রচ্ছদ

রাজলক্ষ্মী মৌসুমী-এর কবিতা “ঘন বর্ষার আবেদনময়ী”

  |  ২১:২২, জুন ১৫, ২০২১
www.adarshabarta.com

Manual7 Ad Code

ঘন বর্ষার আবেদনময়ী

রাজলক্ষ্মী মৌসুমী

Manual3 Ad Code

আষাঢ়/ শ্রাবণের মিলনের স্নিগ্ধ স্বরূপে
এবারও এলে তুমি এই আনন্দ ধামে।
কী নামে ডাকবো বলো?
মনমোহিনী রূপে তুমি যে নীপ / মঞ্জুকেশিনী /
কর্ণপূরক/ ভূঙ্গবল্লভ /
বৃত্তপুষ্প নানা রঙ্গে নামে আহ্লাদিত।
আকাশে বাধভাঙ্গা মেঘমালার গর্জনে
কালোমেঘেরা লুকোচুরি খেলে। এই বুঝি এলো
এলো বারিধারা অঝোরে।
গগনে স্তব্ধ গুরুগম্ভীর সাদা/ কালো মেঘের
ভেলার বিচরণ।
বরষার আমন্ত্রণে কদম্ব ফুলদলের হৃদয়ের
ছান্দসিক আলোড়ন। রোদেলা আকাশ আর
মেঘাচ্ছন্নে ঘুরে বেড়াও গগন বিহারে।
আকাশ ভাঙ্গা ব্যাকুল বৃষ্টিধারা সহসাই নামবে
অবিরত।
নয়নে তোমার কেনো এতো আকুলতা?
দেখো তুমি!
এই বুঝি গভীর বর্ষায় বহমান নদ-নদীর তরঙ্গের
ঢেউ, আর রিনিঝিনি বারির, মৃদঙ্গের
তালে তালে দোলায়িত প্রকৃতির মৃদুকম্পন।
আপন মনের মাধুরী মিশিয়েছো বৃত্তপুষ্প
কাননে বিমোহিত রূপের নিলয়ে।
তোমার প্রকৃতির বাসরে
সাজিয়েছো জল
স্রোতধারা।
স্রোতধারায় ধরাকে পবিত্র করো অকাতরে।
সিনান সেরে সঞ্জীবনী সুধারসে রূপসী
মঞ্জুকেশিনীর বৃন্তে, ঝংকৃত বাঁশরীর সুরের
লহরীতে ভরে উঠুক তোমার ভালোবাসার
নিকুঞ্জ।।

Manual8 Ad Code

Manual1 Ad Code
Manual5 Ad Code