প্রচ্ছদ

কাজী মহিউল ইসলাম-এর কবিতা “আটকে গেছে”

  |  ১৪:০৭, জুন ১২, ২০২১
www.adarshabarta.com

Manual5 Ad Code

”আটকে গেছে”

Manual6 Ad Code

কাজী মহিউল ইসলাম

Manual2 Ad Code

বৃষ্টির পানি আটকে গেছে
সকল পথই বন্ধ,
নিয়মিত ঘটছে এসব
কর্তৃপক্ষ অন্ধ!

রাজপথে এক-কোমর পানি
ভাসছে গাড়ি জলে
মানুষ নাকাল, নাস্তানাবুদ
দু:খে পিত্ত জ্বলে!

Manual1 Ad Code

বছর বছর হচ্ছে নাকি
লক্ষ, কোটি বরাদ্দ,
রাঘব-বোয়াল খাচ্ছে গিলে
দেশের টাকার শ্রাদ্ধ!

এই বাদলেও বুড়িগঙ্গার
জলটা কেন কালো?
এর জবাব বুড়িগঙ্গাই
দিয়েছিলো ভালো—

“কালো টাকা করলে সাদা
ময়লা যাবে কই?
সেই ময়লা করতে ধারণ
আমিই বেঁচে রই”।

Manual7 Ad Code

Manual1 Ad Code
Manual3 Ad Code