প্রচ্ছদ

প্রফেসর ড. হারুন রশীদ এর করোনা কাব্য-১০

  |  ১৬:৪৩, জুন ০৫, ২০২১
www.adarshabarta.com

অসম্পূর্ণ করোনা প্যাচাল

প্রফেসর ড. হারুন রশীদ

এটা কোনো কাব্য নয়
নামে-শিরোনামে, শব্দে-বাক্যে
যদিও বা তাই,
ভাবে-ভঙ্গীতে, প্রকাশে-প্রকরণে
হতে পারে দার্শনিক কাব্যভাবনা,
অথবা বলা যেতে পারে
কাব্যরূপে দার্শনিক ভাবনার
অসম্পূর্ণ করোনা প্যাচাল।

ভাবনার জগতে ভার্চুয়াল মস্তিষ্কে
কাব্যিক মন ঘুরে বেড়ায়
দৃশ্যমান জগতের ভেতরে
অথবা বাইরে-
ভাবনার সীমানা ছাড়িয়ে
দূরে বহুদূরে,
এক অজানা-অজ্ঞেয় অস্পর্শণীয়
বায়বীয় জগতে।

মানুষ কি চিন্তা করে
না কি ভাবে?
মস্তিষ্কের সাহায্যে চিন্তা করে
না কি মন দিয়ে ভাবে?
থাক সেসব দার্শনিক বোঝাপড়া-
পুনরায় ফিরে আসা যাক
কাব্যানুভূতিতে, মনোজগতের ড্রাইভে
কিংবা হৃদয়ের সফটকপিতে।

মেমোরি কার্ডে হ্যাঙ হয়ে
জমে থাকা কত কি যে-
কিছু তার অস্পষ্ট, কিছু দুর্বোধ্য
কিছু যন্ত্রণাদায়ক, কিছু আবার
সুখমিশ্রিত আনন্দানুভূতি,
সব যেন বিস্মৃতির অতলে
তলিয়ে যাওয়া ম্লান স্মৃতি,
এসবকিছু নিয়ে পুনরায় ফেরা যাক
মস্তিষ্কের হার্ডকপির অনুভূতিতে-
অসম্পূর্ণ করোনা প্যাচালে।

অধ্যাপক ও চেয়ারম্যান, প্রফেসর ড. হারুন রশীদ, দর্শন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।