প্রচ্ছদ

সাইফুর রহমান কায়েস-এর “শুচিস্মিতা জোছনাকুমারীর গল্প”

  |  ১৫:৪৭, মে ৩০, ২০২১
www.adarshabarta.com

Manual3 Ad Code

শুচিস্মিতা জোছনাকুমারীর গল্প

Manual6 Ad Code

সাইফুর রহমান কায়েস

ও চাদ জোছনাকে সামলে রেখো কারো নজর লাগতে পারে
আকাশে সাদামেঘের উড়াউড়িতে উড়োচিঠি আসতেও পারে।
– মান্না দে।
তুমি এক শুচিস্মিতা জোছনাকুমারী আমার
রোজই ভাবি আমি পরাবো তোমায় সীতাহার
তোমারই লাগি ছাড়লাম আমি নিদ্রাহার
এই জীবন জনম সার্থক হতো যদি তুমি হতে আমার
তুমি রাজকুমারী হলে আমি বাসনা রাখি হতে রাজকুমার
তুমি মজেছিলে একদা কবিতায়
অধীরাকুল হয়ে আজকাল প্রতীক্ষা করো কখন স্বাক্ষর দিবে কাবিননামায়
আর আমি আজকাল খুব ভালোবাসি কফিন ও কবরের
অপেক্ষায় থাকি খুব কায়মনোবাক্যে তোমার আমার এক হয়ে যাবার খবরের
কখন জানি মৃত্যু এসে হানা দেয় আমার ঘরে
মৃত্যুর পেয়ালায় চুমুক দেবার আগে দেখা হয় যেনো পরষ্পরে
তার আগে যদি ছড়িয়ে পড়ো জোছনার আলো হয়ে
রেখে যেতাম তোমায় আমায় লয়িত সুরের সঞ্চয়ে
এই দিল তোমার লাগি কেনো যে যায় হয়ে ফানাফানা
তোমার রূপসায়রে ডুব দেবার বাসনা আমার আজো রইলো অজানা
তুমি এক জোছনাকুমারী বলে
আমি মেতে রইলাম ভবসাগরের কোলাহলে
আমার মাঝে তাই আমিই হলাম অচেনা
এই স্বরূপের হাটে কে করে গো রূপের বেচাকেনা
জমিজিরেত রেখে আমি তাই হলাম দিলের কারবারি
আমি ধরলাম তারই রাঙা চরণ,
শেষ বিচারে যিনি হবেন আমারই কাণ্ডারি
সকল অহম ত্যাজ্য করে নিজেকেই করি সমর্পণ
অধম কায়েস তাই ভেবেচিন্তে বলে তুমিই যে জোছনাকুমারী আমার
তোমারে পেতে তাই তোমারেই পরালাম সীতাহার
তুমিই তো এই ব্রহ্মাণ্ডে আমারই জন্য শ্রেষ্ঠ উপহার
তুমি রাজকুমারী হলে আমি বাসনা রাখি হতে রাজকুমার

Manual3 Ad Code

২। তোমার আমার প্রেম মানে বলভদ্র আর ভেড়ামোহনার উজান স্রোত
তোমাকে আগলে রাখার দায়ে রূপসায়রে সাতরে বেড়াই হয়ে জলকপোত
তোমাকে পাবার তাড়নায় আগলে রাখি তোমার সকল ক্ষতি ও ক্ষত
তোমাকে হারানোর ভয়ে হই আরো বেশী সংযত
তোমার রূপে আমি মত্ত,
তুমি যে আমারই মতো
তোমাকে যেতে দেবো না বলে সামলে রাখি লাটাই ,ঘুড়ি ও সুতো
নয়নে নয়ন রাখবো বলে খুজি নানান ছল ও ছুতো।

সাইফুর রহমান কায়েস
প্রধান সম্পাদক
শব্দকথা টোয়েন্টিফোর ডটকম

Manual1 Ad Code

Manual1 Ad Code
Manual5 Ad Code