প্রচ্ছদ

প্রফেসর ড. হারুন রশীদ-এর “করোনা কাব্য-৮ লকডাউনের স্মৃতি”

  |  ১৩:৩১, মে ১৮, ২০২১
www.adarshabarta.com

Manual1 Ad Code

করোনা কাব্য-৮ লকডাউনের স্মৃতি

প্রফেসর ড. হারুন রশীদ

Manual6 Ad Code

ঘরবন্দী জীবনের অলস সময়
বয়ে চলে কচ্ছপের গতিতে,
ক্লান্তিকর মুহুর্তগুলো কেটে যায়
লকডাউনের স্মৃতি রোমন্থনে,
হৃদয়ের বামপাশ থেকে
ছিঁড়ে গেল একটি নাড়ি (বন্ধু জীবন)
ডানপাশ পাশ থেকে
আরও একটি (বন্ধু গোলাপ),
আশপাশ থেকে আপনজনেরা
এবং জানা-অজানা
আরও অনেকেই,
হৃদয়ের সব কুল ছাপিয়ে
মাঝখানে পড়ে আছে
ক্ষতবিক্ষত স্মৃতিচিহ্ন।

Manual8 Ad Code

আছে ওরা আমাদের মাঝে
লকডাউনের স্মৃতি হয়ে,
উথাল-পাতাল করা স্মৃতিগুলো
দুমড়ে-মুচড়ে দেয়
হৃদয়ের অলিগলি ,
বুকের ভেতরটা খালি হয়ে আসে
খাঁ খাঁ করা শূণ্যতায়,
চারপাশ নিরব নিঃশব্দ-
বাতাসে ভারী হয়ে থাকা
বন্ধুত্বের স্মৃতির দীর্ঘশ্বাস।

লকডাউনের স্মৃতিগুলো-
কখনো কষ্টের শাবল চালায়
কখনো ড্রামবিটে হাতুড়ি পেটায়
শুণ্য-শুষ্ক বুকের মাঝে,
স্মৃতিগুলো আছড়ে পড়ে
করোনা ঢেউয়ের কালো স্রোতে;
খাঁচাশূণ্য করে তারা পাড়ি জমায়
অচেনার পথে-
লালনের ‘অচিন পাখি’র খোঁজে,
কিছু স্মৃতি লুকিয়ে থাকে
রবীন্দ্রনাথের ‘আমার হিয়ার মাঝে’,
বাকী সব থেকে যায়
ধূসর বিবর্ণ রূপে-
জৈবিক বিবর্তনের আদলে।

Manual3 Ad Code

অধ্যাপক ও চেয়ারম্যান, প্রফেসর ড. হারুন রশীদ, দর্শন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।

Manual6 Ad Code

Manual1 Ad Code
Manual8 Ad Code