প্রচ্ছদ

পুলিন রায়-এর কবিতা ”শিরোনামহীন-৫৮”

  |  ০৮:৪৩, মে ১২, ২০২১
www.adarshabarta.com

Manual8 Ad Code

শিরোনামহীন-৫৮

Manual2 Ad Code

পুলিন রায়

Manual5 Ad Code

দখিনা বাতাস উপুড় হয়ে বসে
দেখছে সাপলুড়ুর খেলা।
অনেকদিন দেখিনা–
ঘাসের ডগায় বৃষ্টিফোটা
অনেকদিন তার হাতে রাখি না হাত।
অনেকদিন দেখিনা —
কৃষ্ণচূড়ার উথাল পাতাল লাল
গোলাপের পাপড়িতে ভ্রমরের খেলা।

Manual8 Ad Code

অনেকদিন দেখিনা–
পালতোলা নৌকার বয়েচলা
শুনিনা উদাস পথিকের
সুখজাগানিয়া মরমী গান।

মরণঘণ্টা ঝুলছে পৃথিবীর গলায়
দুঃখের সরোবরে ভাসছে জীবনতরী
অনন্ত সুখের করিডোরে
মুখ ভেজাতে চায় ফেরারি দিন;
অতলান্ত জগতের বুকে ঠিকে আছি
নীড়হারা পাখি হয়ে
দড়িছেড়া নাবিকের মতো।
নীল তামাশায় রঙিন পানি ঢাললে
রঙ বদলায় বারেবারে।

অনেকদিন দেখিনা–
প্রিয়মুখে উজ্জ্বল রোদের ঝিলিক,
পায়রার পায়ে দুপুরনাচ।

শুকতারার প্রোজ্জ্বল আলোয় ভেসে ভেসে
আমি দেখতে চাই, শুনতে চাই সবকিছু
‘একশ’আটটি নীলপদ্ম’ সাথে নিয়ে।

(কবি পুলিন রায়, সিলেট সাহিত্য পরিষদের সভাপতি এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হিসেবে কর্মরত)।

Manual1 Ad Code

Manual1 Ad Code
Manual8 Ad Code