প্রচ্ছদ

মিজানুর রহমান মিজান-এর কবিতা “আশা রাখি”

  |  ১১:৫৫, মে ০৭, ২০২১
www.adarshabarta.com

Manual2 Ad Code

আশা রাখি

মিজানুর রহমান মিজান

Manual5 Ad Code

ওহে আল্লাহ পাক সাঁই,
তোমার কাছে পানাহ চাই
তুমি বিনে কেহ নাই,
দয়ার সাগর রহমতের ভান্ডার।।
মিথ্যা বলা মহাপাপ,
সকল গোনাহের বাপ
তাতে আছে অভিশাপ,
সত্যতে ঘোষণা পুরস্কার।।
সকল কথায় মিথ্যা বলে,
পড়েছে স্বার্থের জালে
লোভ অহংকারের কুটকৌশলে,
পাইতে চায় উদ্ধার।।
লাজ-লজ্জা বিসর্জন দিয়া,
মিথ্যাকে হার বানাইয়া
সত্যকে ঢাকতে মিথ্যা দিয়া,
প্রচেষ্টায় রত বারে বার।।
সত্যের রয়েছে জয়গান,
হয়নিতো সত্যের অবসান
পায়নিতো পরিত্রাণ,
আগে পিছে সত্যের জয়-জয়কার।।
ভাবে সে তো মরবে না,
আর তো প্রাণে সহে না
তব করে যন্ত্রণা,
আশা রাখি রেহাই পাবার।।

Manual4 Ad Code

Manual1 Ad Code
Manual8 Ad Code