প্রচ্ছদ

মিজানুর রহমান মিজান-এর কবিতা “কথা কি সত্য নয়”

  |  ০০:৪৪, এপ্রিল ১৩, ২০২১
www.adarshabarta.com

Manual5 Ad Code

কথা কি সত্য নয়

মিজানুর রহমান মিজান

Manual5 Ad Code

আজ মরলে কাল দু’দিন হয়

মানুষ তোমার কিবা রয়।

অস্থায়িত্বের এ ভবে এসে দেখাও দেমাগ

Manual4 Ad Code

ভাল কথায় ঝম্প মেরে দেখাও রাগ

কিন্তু অল্প রোগে ধরলে থাকে

কাতরতার ভয়।।

Manual1 Ad Code

হাবভাবে তো মস্ত গুণের বাহার

দয়ার গুণে চল কর আহার বিহার

তা ভুলে যাও, স্মরণ কি না হয়।।

সরলে গরল মিলিয়ে বল মন্দ কথা

শূন্য পুণ্য ভেদ ভুলে মিষ্টকে বানাও তিতা

চাপে পড়লে সোজা হতে হয়।।

কেহ গরম পদ পদবীতে,

কেহ পেশী শক্তিতে

Manual1 Ad Code

কেহ গরম কথায় আবার কেহ টাকাতে

সম্বলের অভাবে সকলই হিম হয়।।

অনেক সময় মহাবিপদেও কাটে না ঘোর

রাজার তেলে খুশবো ছড়াও অন্ত:পুর

সব হারাবে নিশ্চয় একদিন

এ কথা কি সত্য নয়?

বিশ্বনাথ, সিলেট।

Manual1 Ad Code
Manual6 Ad Code