রফিকুল নাজিম-এর ছড়া “বঙ্গবন্ধু”
  প্রকাশিত হয়েছে    |  ১০:৩৭, মার্চ ২২, ২০২১
                               
                                        
                                        www.adarshabarta.com
    
                                    
                                        
                                    বঙ্গবন্ধু
রফিকুল নাজিম
যাদুকর বাঁশিওয়ালাকে
দেখি অবাক চোখে
হিমালয়ের মত বিশাল উঁচু
কে তাঁহাকে রুখে?
বুকটা তাঁহার পাথর পাহাড়
বটের মতো দাঁড়ান
দেশটা তাঁহার মায়ের মতো
রক্ষায় হাতটা বাড়ান।
আঙুল তাঁহার যাদুর কাঠি
ভয়ে কাঁপে শোষক,
৭ই মার্চের আগুন ভাষণ
স্বাধীনতার ঘোষক।
মায়ার সাগর প্রেমের নাগর
দেশের তরে মাথা,
বীরের ত্যাগে দেশটা পেলাম
ইতিহাসে গাঁথা।
মাধবপুর, হবিগঞ্জ।
০১৭১৬৩৮৩৪৩৮

 
										