প্রচ্ছদ

কাজী আ. খ. ম মহিউল ইসলাম-এর কবিতা “ওষুধ কোথা পাই?”

  |  ০১:৪৩, মার্চ ০৭, ২০২১
www.adarshabarta.com

Manual6 Ad Code

ওষুধ কোথা পাই?

Manual6 Ad Code

কাজী আ. খ. ম মহিউল ইসলাম

টক-শো তে কদম আলী
বলতো কথা হেসে,
তার মতো সৎ মানুষ
আরেকটা নাই দেশে!

ভালো কথা শুনতে সবার
লাগতো ভালো বেশ,
সবার মনে থাকতো সেসব
কাটতো না তার রেশ।

Manual8 Ad Code

হঠাৎ করে ব্রেকিং নিউজ
দেখতে পেলাম আজ,
নিউজ তো নয়, মাথার ওপর
পড়লো যেন বাজ!

Manual2 Ad Code

দেশের টাকা লোপাট করে
বিদেশ যাবার কালে,
কদম আলী পড়ছে ধরা
গোয়েন্দাদের জালে!

যাকে ভীষণ ভালো জানি–
সে তো ভালো নয়!
কেমন সময় করছি যে পার
ভাবতে লাগে ভয়!

Manual2 Ad Code

মনের মধ্যে ভীষন ব্যাথা,
এর উপশম চাই,
কেউকি আমায় বলতে পারো
ওষুধ কোথা পাই?

লেখক: পরিবার পরিকল্পনা অধিদফতরে সাবেক মহাপরিচালক

Manual1 Ad Code
Manual4 Ad Code