প্রচ্ছদ

রাজলক্ষ্মী মৌসুমী-এর কবিতা ”ভালোবাসার পাঁচটি ফুল”

  |  ১০:৫৩, ফেব্রুয়ারি ২৭, ২০২১
www.adarshabarta.com

Manual2 Ad Code

”ভালোবাসার পাঁচটি ফুল ”

Manual5 Ad Code

রাজলক্ষ্মী মৌসুমী

শূন্যতা, দুঃখ,কষ্ট, শোকময়তা
অক্টোপাসের মতো জড়িয়ে আছে আমার
এই ছোট্ট হৃদয়ে।
আর পারিনা কষ্টের ভার বইতে।
বড় জানতে ইচ্ছে করে শব দেহের
এই জলজ্যান্ত মূর্তিটির কোথায় আশ্রয়?
হারিয়ে যায় কোথায় এ পৃথিবী ছেড়ে?
যাঁরা আমার পরশ পাথর, যাঁরা আমার সুখ দুঃখের আধার, তাঁরা একজন একজন করে
সবাই অজানা পৃথিবীর বুকে।
দায়িত্ব, কর্তব্যের অবসান হলো চিরতরে।
আদৌ কী পেরেছি কিছু করতে?
আদরের, স্নেহের ছোঁয়া ছিলো প্রতিনিয়ত। আশীর্বাদ ছিলো পরিপূর্ণ।
আর কী কখনও পাবো আমার জীবনের চলার পথের এমনি ভালোবাসার সুখময়তা?
স্তব্ধ সব কিছু, শূন্যতায় অসহায় এ জীবন।
আর কখনও বলবে না কেউ
আজ দিনটা থেকে যাও না। সপ্তাহের শেষে অপেক্ষায় চেয়ে থাকবে না আর পথ পানে।
জীবনের প্রতিটি ক্ষনে যাদের সোহাগে, আদরে
গ্লানিবোধটুকু বুঝতাম না কখনও।
আজ হারিয়ে গেলো সব।
আমার ভালোবাসার পাঁচটি ফুল
ঝরে গেলো জীবন থেকে।
ভাবনার অবসান হলো চিরতরে।
আমি তো দিশাহারা পথিকের মতো
শূন্যতার মাঝে অভিশপ্ত কাঙ্গাল।
দেখা হবে হয়তো পরপারে,
এ আশা নিয়ে আছি
অপেক্ষায় ক্ষীণ সলতের প্রদীপ নিয়ে।

Manual7 Ad Code

Manual1 Ad Code
Manual7 Ad Code