প্রচ্ছদ

সুফিয়ান আহমদ চৌধুরী-এর ছড়া “বঙ্গবীর ওসমানী”

  |  ০৬:৫৯, ফেব্রুয়ারি ১৬, ২০২১
www.adarshabarta.com

Manual5 Ad Code

বঙ্গবীর ওসমানী

Manual6 Ad Code

সুফিয়ান আহমদ চৌধুরী

আপন তিনি সুজন তিনি
কাছ থেকে দেখি
সময় মেনে নিয়ম মেনে
চলতেন সে কি।

Manual1 Ad Code

কথাতে আর কাজেতে তিনি
দেন নেই ফাঁকি
জীবন যাপনে সহজ সরল
চোখে ছবি আঁকি।

Manual5 Ad Code

মায়ের মায়া মায়ের ছায়া
মনে ছিলো বাঁধা
চির কুমার ছিলেন তিনি
মন ছিলো সাদা।

সকলে রাখবে মনে ধরে
সকলে যে চিনি
সাহসেতে দেশ জয়ে জয়ী
ওসমানী তিনি।

Manual8 Ad Code

বঙ্গবীর পরিচয় তাঁর যে
সারা দেশে আছে
আমাদের ভালোবাসায় তিনি
আমাদের কাছে।

Manual1 Ad Code
Manual7 Ad Code