প্রচ্ছদ

এবিএম সালেহ উদ্দীন-এর কবিতা “হিরক রাজার দেশে”

  |  ১০:০৬, ডিসেম্বর ১১, ২০২০
www.adarshabarta.com

Manual2 Ad Code

হিরক রাজার দেশে

এবিএম সালেহ উদ্দীন

যখন
তোমার সাথে দেখা হল
প্রেমবাজারে মন্দাভাব।
জুয়াড়ি রাজার গর্জনে আতঙ্কিত জনপদ!
ভ্রষ্টমায়ায় মিথ্যেরূপের বাহারি ঢং
রাত্রির ছায়াপথে যেন রূপকথা পাখি ।
উচ্ছলিত ঢেউয়ের রাত,
বেফাস জাহাজের আনাগোনায় ডুবে যায় স্বপ্ন
চোরাই বাতাসে অরক্ষিত স্বাধীনতা।

Manual7 Ad Code

কাঁটাতারের জটিলখেলায়
ঘুমকাতুরে সিপাইর শ্যাওলাপড়া চোখ !
অপরদিকে
বিশ্ব জুড়ে ক্ষমতার লড়াই
বখাটে রাজনীতির শোষকমহড়ায় নিস্তব্ধ পৃথিবী !

Manual6 Ad Code

যখন
তোমার হাতে রাখি হাত;গোমটবাধা কালো রাত
বিক্ষত বুকে হয়ে যাই অনমনা
বেহুলা বাঁশির সুরে,জেগে থাকি নিশাচর পাখি ।

Manual2 Ad Code

এদিকে
বর্ণবাদী আশকারায় হিটলারি প্রটকল
আতঙ্কিত জনপদ !
সীমান্তের বন্দীখাঁচায় কাঁদে শিশু…
হিরকরাজার নির্মম সীমানায়
মা খুঁজে শিশু, শিশু খুঁজে মা । এভাবেই
জীবনপন্জির আঁধারে,রাত্রিকে জড়িয়ে
রোজ একাএকা ঘুমন্ত কুন্ঠের চুম্বনে
নি:সীম নির্জনে বসে থাকে মা,আবার চলে যায়…

যখন
শূন্যমন্দিরে মানুষ থাকেনা
খাঁচায় খাঁচায় বাজে বেদনার সুর ।
হাওয়ায় হাওয়ায় প্রশ্ন ভাসে…
‘আমরা কী আর কখনও
মায়াবী শিল্পের ছোঁয়া পাব না’?…

Manual2 Ad Code

Manual1 Ad Code
Manual7 Ad Code