প্রচ্ছদ

অকেয়া হক জেবু-এর কবিতা “মিষ্টি শীতের সকাল”

  |  ০৮:০৯, নভেম্বর ২৪, ২০২০
www.adarshabarta.com

Manual2 Ad Code

মিষ্টি শীতের সকাল

অকেয়া হক জেবু

খুব সকালে যখন –
আজানের ধ্বনি
মিশে যায় ধরায়
কিচিমিচি করে পাখিরা
ভোমরা করে গান,
শিশির ভেজা ঘাস আর
হালকা পবনে জুড়িয়ে
যায় দেহ মন প্রান।

Manual5 Ad Code

তনুতে লাগে শীতের শিহরন
চারদিকে থাকে কুয়াশায় ডাকা,
রাখাল চলে চরণ ক্ষেত ধরে
গ্রামের পথ আঁকাবাকা।

Manual6 Ad Code

গ্রামের সেই মেটো পথ ধরে
কৃষক যায় সোনাফলা মাঠে,
ডিঙি, কোষা,বৈঠা নিয়ে-
মাঝি থাকে বসে কেয়া ঘাটে।

এই দিকে কৃষাণীরা থাকে
ঘরোয়া কাজ ব্যাস্ত,
দলবেঁধে খেলা করে শিশুরা
পরে শীতের গরম বস্ত্র।

Manual5 Ad Code

সাথে থাকে চিড়া মুড়ি
আর পিঠা পুলি ধুম,
মজার মজার পিঠার গন্ধে
কেড়ে নেয় মিষ্টি সকাল ঘুম।

পুষ্পে পুষ্পে ভরে যায় কানন
মাঝিমাল্লা টানায় পাল,
রসে,গন্ধে,আমেজ ব্যাস্ততায়
কেটে যায় মিষ্টি শীতের সকাল।

Manual8 Ad Code

Manual1 Ad Code
Manual2 Ad Code