প্রচ্ছদ

মিজানুর রহমান মিজান-এর কবিতা ‘নিভাবো কোন জলে’

  |  ১৫:৫৩, নভেম্বর ১৪, ২০২০
www.adarshabarta.com

Manual3 Ad Code

নিভাবো কোন জলে

মিজানুর রহমান মিজান

ভাল কাজ করলেও তার জ্বলে

সই গো তার আগুন নিভাবো কোন জলে।।

Manual1 Ad Code

আপনা মোড়ল ভাবে গায়ের জোরে

বিড়ালের ভাগ্য গুণে শিকা ছিড়ে

পাইয়া পরের ধন কি হইনু ভাবিলে।।

এক মাঘে যায় না শীত

পরহিংসায় গায় যে গীত

উজান বেলা ভাটির সুর মানবে না পাগলে।।

Manual6 Ad Code

কয়লার ময়লা যায় না ধুইলে

Manual5 Ad Code

উচু গাছ যতই হোক মাথা নুয়ালে

তার রীতি স্বভাব সিদ্ধ মান্য কালে।।

পানির ধর্ম গড়িয়ে চলা নীচে

সূর্য কি উটে ভোরবিহীন ধাঁচে

কাক চিনে সবে কা কা সুরে ডাকলে।।

Manual7 Ad Code

Manual1 Ad Code
Manual2 Ad Code