এমদাদুল হক সবুজ-এর কবিতা ‘আমার ঘরের ময়না পাখি’
  প্রকাশিত হয়েছে    |  ০৯:২০, অক্টোবর ২৭, ২০২০
                               
                                        
                                        www.adarshabarta.com
    
                                    
                                        
                                    আমার ঘরের ময়না পাখি
এমদাদুলহক সবুজ
আমার ঘরের ময়না পাখি
কয়না কথা রয় নিরবে,
যারে পুষেছিলাম আপন
করে সে হইলো কেন এই স্বভাবে।
এ পিঞ্জিরাতে সোনার পাখি,
কেন দুরে তাঁরে খুঁজে আঁখি?
যদি তারে পাইগো সখি,
আমার প্রেম জ্বালা মিটে যাবে।
আমার ঘরের ময়না পাখি
কয়না কথা রয় নিরবে। 
সে আমার সাত রাজার ধন,
সে হইলো মানিক রতন।
যারে দিবানিশি করি ভজন,
খুঁজে বেড়াই বন বাদাড়ে।
আমার ঘরের ময়না পাখি
কয়না কথা রয় নিরবে। 
পাখি রয় গহীন বনে,
পায় খুঁজে তারে সুজনে।
পুজো যারে নিরাকার জেনে,
এমদাদ কয় সে রয় সাকারে।
আমার ঘরের ময়না পাখি
কয়না কথা রয় নিরবে।

 
										