প্রচ্ছদ

মিজানুর রহমান মিজান-এর কবিতা

  |  ১২:০৮, জুলাই ০২, ২০২০
www.adarshabarta.com

এ যেন লয়

মিজানুর রহমান মিজান

আছেতো ভাত নেই তরকারি

যদি এমন হয়,

ভয় দেখিয়ে কি লাভ

পণ করেছে নেবে করে জয়।।

বলতে গিয়ে পারি না সব বলতে

বলার পর ও থেকে যায় অনেক কষ্ট মনেতে

হু হু জ্বলে বুকে, কেন থামতে হয়।।

ছিল রোদ হয়েছে বৃষ্টি রয়েছে মেঘলা

রোদ উটবে আলো ফুটবে জোছনার মেলা

একের পর এক, একটা অন্য ভয়।।

উটতে গিয়ে পিছলে পড়ি আঘাত পাই

খেতে গিয়ে হয় না খাওয়া হোচট খাই

অবিরাম বৃষ্টি পথ যায় ডুবে এ যেন লয়।।