প্রচ্ছদ

মিজানুর রহমান মিজান-এর কবিতা

  |  ১২:০৮, জুলাই ০২, ২০২০
www.adarshabarta.com

Manual3 Ad Code

এ যেন লয়

মিজানুর রহমান মিজান

আছেতো ভাত নেই তরকারি

যদি এমন হয়,

Manual8 Ad Code

ভয় দেখিয়ে কি লাভ

পণ করেছে নেবে করে জয়।।

Manual8 Ad Code

বলতে গিয়ে পারি না সব বলতে

বলার পর ও থেকে যায় অনেক কষ্ট মনেতে

Manual2 Ad Code

হু হু জ্বলে বুকে, কেন থামতে হয়।।

ছিল রোদ হয়েছে বৃষ্টি রয়েছে মেঘলা

রোদ উটবে আলো ফুটবে জোছনার মেলা

একের পর এক, একটা অন্য ভয়।।

উটতে গিয়ে পিছলে পড়ি আঘাত পাই

খেতে গিয়ে হয় না খাওয়া হোচট খাই

অবিরাম বৃষ্টি পথ যায় ডুবে এ যেন লয়।।

Manual7 Ad Code

Manual1 Ad Code
Manual4 Ad Code