প্রচ্ছদ

পুলিন রায়-এর কবিতা

  |  ১৩:৩০, জুন ০৬, ২০২০
www.adarshabarta.com

Manual1 Ad Code

রৌদ্রজ্বলা দিন

Manual5 Ad Code

পুলিন রায়

একদিন আকাশকে ‘ধরো’ বললে
দুবাহু মেলে দিতো নীল দিগন্ত
ঘন সবুজকে ‘তোমার রঙে রাঙিয়ে দাও
আমার মন’ বলার সাথে সাথে
দূর থেকে সবুজের ঝালর উঠতো দোলে
আর এখন, আকাশের মুখ গোমরা
নদীপারের সবুজ ফ্যাকাসে

Manual7 Ad Code

এখন মানুষের মুখে সাঁটা সাদা পোস্টার
মানুষ হয়ে যাচ্ছে দূরের যাত্রী
যেই ছাড়বে ঘর আপনা থেকে পর
নিঃশব্দে ঘুরতে থাকা অচেনা বিপদ
বসাবে থাবা

Manual1 Ad Code

সূর্যের কাছে দুহাত পেতে কিছু চাইতে
গেলে
ক্ষণিক চুপ করে বললেন কানে কানে
‘সবুর করো পাপের বোঝা কমলেই
জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে সমস্ত অভিশাপ’
তাইতো আমি অপেক্ষায় আছি
প্রখর রৌদ্রজ্বলা দিনের…।

(কবি পুলিন রায়, সিলেট সাহিত্য পরিষদের সভাপতি এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হিসেবে কর্মরত)।

Manual4 Ad Code

Manual1 Ad Code
Manual5 Ad Code