প্রচ্ছদ

শিহাবুজ্জামান কামাল-এর কবিতা ‘ভাবনা’

  |  ১৫:২৬, জুলাই ১১, ২০২৪
www.adarshabarta.com

Manual5 Ad Code

শিহাবুজ্জামান কামাল:

 

কষ্টে বাড়ে বুকের ব‍্যথা

কান্নায় উপশম

থমকে যাবে সকল কিছু

Manual8 Ad Code

ফুরিয়ে গেলে দম।

 

সুখের আশায় কত কিছু

অধিক চাওয়া পাওয়া

Manual5 Ad Code

নিঃশ্বাসের ও নেই বিশ্বাস

শুধু  আসা যাওয়া।

Manual7 Ad Code

 

সীমিত এই জীবনটাকে

আগলে রাখা যায়না

তবু কেন ক্ষমতা লোভ

হরেক রকম বায়না।

 

স্মৃতির পাতায় জং ধরেছে

হচ্ছে জানি ক্ষয়

সোনালী সেইদিন গুলো আর

ফিরে পাবার নয়।

 

পরকালে কঠিন হবে

প্রভুর আদালত

সকল কাজের হিসেব দিতে

কার আছে হিম্মত!

Manual5 Ad Code

 

একলা বসে ভাবি যখন

নিজের পাপ আর পূণ্য

প্রভুর প্রিয় মানুষ যাঁরা

তাঁদের জীবন  ধন‍্য।

 

লন্ডন: ৯জুলাই ২০২৪ইং

 

Manual1 Ad Code
Manual3 Ad Code