প্রচ্ছদ

শিহাবুজ্জামান কামাল–এর কবিতা ‘শোকাহত’

  |  ২১:৫৯, সেপ্টেম্বর ০৩, ২০২২
www.adarshabarta.com
Photo: Sheikh AKM Abdus Salam

শোকাহত
(মরহুম এ কে এম আব্দুস সালাম সাহেবের স্মরণে)

-শিহাবুজ্জামান কামাল

চলে গেলেন সালাম সাব
খবর যখন পাই
বিষাদে ভরে মন
স্তদ্ধ হয়ে যাই।

তাঁর বিদায়ে সবাই
হয় শোকাহত
হৃদয়ে ভীড় করে
আছে স্মৃতি যত।

দ্বীনের ঝান্ডা নিয়ে যার
ছিল পথ চলা
সামনে এগিয়ে নিলেন
দাওয়াতি কাফেলা।

সত্য ন‍্যায়ের পথে
ছিলেন অবিচল
ঈমানী শক্তিতে তাঁর
ছিল মনোবল।

তাঁর মত ভাল মানুষ
পাওয়া জানি ভার
চলে গেলেন পরপারে
আড়ালে সবার।

মনে পড়ে এবেলায় আজ
অতীতের কথা
কত স্মৃতি আছে তাঁর
হৃদয়েতে গাঁথা।

মানুষের কল‍্যাণে সদা
করে গেছেন কাজ
উপকৃত হয়েছিল
জাতি ও সমাজ।

দয়াময় প্রভু তুমি
তুমি যে মহান
কৃপা গুণে তাঁকে দিও
জন্নাতেে স্থান।

লন্ডন,
৩রা সেপ্টেম্বর ২০২২ ইংরেজি।