প্রচ্ছদ

শিহাবুজ্জামান কামাল-এর কবিতা “পদত‍্যাগ”

  |  ০৯:০৪, জুলাই ০৮, ২০২২
www.adarshabarta.com

Manual5 Ad Code

পদত‍্যাগ

Manual8 Ad Code

শিহাবুজ্জামান কামাল

Manual5 Ad Code

লেবার দলের কানাঘুষায়
বরিসের হয় রাগ
সবার চাপে অবশেষে
করেন পদত‍্যাগ।

Manual3 Ad Code

পার্লামেন্টের অনেক মন্ত্রী,
ছাড়েন কেবিনেট
এমন কান্ডে বরিস জনের
মাথা হলো হেট।

তার বিরুদ্ধে ছিল কত
নানা অভিযোগ
অনিয়ম আর ওয়াদা ভঙ্গে
সবার ছিল ক্ষোভ।

Manual3 Ad Code

পদটা ছাড়েন প্রধান মন্ত্রী
বরিস জনসন
কে আসবেন তার স্থানে
ভাবনা যে এখন।

যিনিই আসুন ক্ষমতায়
তাঁকে শুভেচ্ছা
দেশ জনতার কল‍্যানে তাঁর
থাকুক সদিচ্ছা।

লন্ডন,
৭ জুলাই ২০২২ ইংরেজি

Manual1 Ad Code
Manual7 Ad Code